শিশু সাহিত্য
কবিতাঃ মোদের ফুলের সুবাস
Admin
মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৯

মোদের ফুলের সুবাস
-মোঃ মাহিন সরকার
আমরা শিশু জন্মেছিলাম
ফুলের সুবাস নিয়ে,
সুবাসে সুবাসে জগৎ ভরিয়ে দেবো
তাজা গোলাপ দিয়ে।
আমরা শিশু হৃদে মোদের
শিমুল -পলাশ ফুটে,
সেই শিমুল-পলাশ সুবাস হয়ে
বিশ্ব সভায় জুটে।
আমরা শিশু জগৎ মোদের
ফুলের সুবাসে ভরা,
সেই সুবাসের পরশ। শুকে
মুগ্ধা হয় ধরা।
আমরা শিশু হৃদ মোদের
মস্ত চারু ফুল,
সেই ফুলের সুবাস শুকে
ভাঙে শত ভুল।
আমরা শিশু হৃদ মোদের
ফুলের সুবাসময়,
এই সুবাসে নিত্য রচা করি
কাব্যের অমর পঙক্তিচয়।
0 মন্তব্য