শিশু সাহিত্য
কবিতাঃ সম্ভাবনা।।
Admin
মঙ্গলবার, জানুয়ারী ২২, ২০১৯
- সম্ভাভনা
মোঃমাহিন সরকার, ঠাকুরগাঁ।
'শিশু তুমি,তোমার চোখে
ভাসছে স্বপ্ন কিছু,
ছুটছো তুমি যেদি বেশে
এরোপ্লেনের পিছু।
তোমার আকাশ সাফেদ অনেক
নেইকো সেথাঢ মেঘ,
তোমার হাসিতে সবার হৃদয় ছোয়ার
আছে অনেক বেগ।
তোমার মনে চঞ্চলতারর
আছে অনেক জোর,
তুমি চাইলে আনতে পারো
পাখি ডাকা ভোর।
তোমার মাঝে আছে বাঁধনহারা
সম্ভাভনা বেশ,
একদিন তোমার হাতে গড়বে তুমি
সোনার বাংলাদেশ।
0 মন্তব্য