--মোঃমাহিন সরকার
ইসলাম নগর,ঠাকুরগাঁও
আয় কে যাবি আমার সাথে
ফুল বাগানে আয়,
তুলবো ফুল রাশি রাশি
বাগানের মালিক যে ঘুমায়।
ফুলের মালা গাঁথবো সবে
এনে কদম-কেয়া-জুঁই
কেউ আসার আগে পেরোবো মোরা
ফুল বাগানের ভুই।
মন এগোলে আয় চলে আয়
ফুল বাগানে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
নদীর পানে চাই।
0 মন্তব্য