সৈয়দ আবুল হাসনাত জিসান,শিশু বার্তা প্রতিনিধি,(চট্টগ্রাম)মিরসরাইঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায়
"জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা
মুজিব" (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ১৬ সেপ্টেম্বর
রোজ সোমবার বিকাল ৩টায় মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এসময় খৈয়াছড়া ইউনিয়ন ১-০ গোলে
হিঙ্গুলী ইউনিয়ন কে হারিয়ে জয় লাভ করে।

এমময় সাবেক গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী
বলেন "এই খেলা হার জিতের খেলা,খুব সুন্দর খেলে খৈয়াছড়া ইউনিয়ন
চ্যাম্পিয়ন হয়েছে এবং ২নং হিঙ্গুলী ইউনিয়ন ও ভালো খেলে হেরেছে। তিনি আরো বলেন,
বৃষ্টিতে এইবার খেলতে সমস্যা হলেও সামনে হবে না। মিরসরাই স্টোডিয়ামকে খুব শীঘ্রই নতুন রুপে
দেখতে পারবে মিরসরাইবাসী।
0 মন্তব্য