শরৎ এলো
আসমা আক্তার শিমু
সি.আর.পি
সাভার,ঢাকা।
সাদা মেঘের ভেলায় ভেসে
শরৎ এলো মুচকি হেসে,
শিশির ঝরা দূর্বা ঘাসে
কাশের সারি নদীর পাশে।
ঝিলের মাঝে শাপলা হাসে
এমন করে শরৎ আসে,
ষড়ঋতুর বাংলাদেশে।
Get all latest content delivered straight to your inbox.
Don't worry we don't spam
0 মন্তব্য