ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ বিডি) খুলনা অঞ্চলের বাগেরহাট
জেলা শাখার আয়োজনে রাংদিয়া স্কুল ও কলেজে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক
শিক্ষার্থীর অংশগ্রহনে বিতর্ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম
এ মতিন,চেয়ারম্যান ৬ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ,রুহুল আমিন শেখ,অধ্যক্ষ,রাংদিয়া স্কুল ও কলেজ,আল আমিনুর রহমান আকাশ, পরিচালক,
এনডিএফ বিডি খুলনা জোন,কাজী সাইদ ইকবাল চয়ন পরিচালক, এনডিএফ বিডি খুলনা জোন।মূখার্জি
রবীন্দ্রনাথ,শাকির হোসেন।এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকেরা উপস্থিত
ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবিদা সুলতানা,জেলা সমন্বয়ক,এনডিএফ
বিডি বাগেরহাট জেলা শাখা।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন,
বিতর্ক করলে শিক্ষার্থীদের মেধা বিকাশ হয়। বিতর্ক আসলে তর্ক নয়, বিতর্ক হলো যুক্তি
উপস্থাপনের আনুষ্ঠানিকতা ।
এনডিএফ
বিডি এর জেলা
সমন্বয়ক, জবাব আবিদা সুলতানা তার বক্তব্যে বলেন, বিতর্ক করলে একজন
ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা যায়। এন ডি এফ এর একজন সদস্য হয়ে প্রতিটি গ্রামের প্রান্তে
তিনি বিতর্ক ছড়িয়ে দিতে চান। তিনি আরও বলেন, বিতর্কের মাধ্যমে প্রতিটি শিশুর মেধা
বিকাশে তিনি কাজ অরতে চান।
0 মন্তব্য