সিরাজগঞ্জের
শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে মৌসুমী খাতুন নামে ৮ম শ্রেনির এক ছাত্রীর গলায়
ফাঁস দিয়েয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৌসুমী
উক্ত গ্রামের মকবুল হোসেনের মেয়ে এবং স্থানীয় আলীম মাদ্রাসার ৮ম শ্রেনির ছাত্রী।
গত শনিবার
সকাল সাড়ে ৯টায় নিজ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে মৌসুমী।
নিহত মৌসুমীর
মা জানান,মৌসুমীর নিজ ঘরের দরজা বন্ধ দেখে তাকে অনেক ডাকাডাকি করলে কোনো সারাশব্দ না
পেয়ে তার চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙ্গে ফেলে। ঘরে ঢুকে মোসুমীকে ঝুলন্ত
অবস্থায় দেখা যায়।পরে চিকিৎসকের কাছে নেওয়ার পথে মৌসুমী মারা
যায়।
এলাকাবাসী
জানান,নিহত মৌসুমীর সাথে তার প্রতিবেশী মানিকের পুত্র আলামানির সাথে প্রেমের সর্ম্পক
ছিল।এই বিষয়ে মৌসুমী তার বাবা মৌসুমীকে বকাঝকা করার কারনে সে এই আত্মহত্যা করতে পারে।শাহজাদপুর
থানার ওসি আসলাম হোসেন বলেন,আমরা এখনও ঘটনাস্থলে আছি।এই বিষয়ে গৃহীত পদক্ষেপ সর্ম্পকে
পরে জানানো হবে।
0 মন্তব্য