মোঃ মাহফুজুল হক তুষার , শিশু বার্তা প্রতিনিধি জামালপুরঃ
মাথায় গুলি
লেগে জ্যোতি আক্তার (৮) নামে এক শিশু গুরুতর
আহত হয়েছে ।তাকে চিকিৎসার
জন্য
জামালপুর জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার
( ২৮ নভেম্বর) দুপুরে জামালপুর পৌর এলাকার পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায় দরিদ্র রাজমিস্ত্রি
শ্রমিক জামাল উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে। জ্যোতি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির
ছাত্রী।
গুরুতর
আহত জ্যোতির বড় বোন সুরাইয়া আক্তার জানায়, বেলা আনুমানিক ২ টার সময় সে তার ছোট বোন
জ্যোতিকে নিয়ে ঘরের ভেতরে মেঝেতে মাটিতে বসে দুপুরের ভাত খেতে বসে। এমন সময় আকস্মিক
একটি গুলি তাদের ঘরের টিনের বেড়া ভেদ করে ভেতরে ঢুকে ছোট বোন জ্যোতির কপালের ডানপাশে
মাথায় আঘাত করে গুলিটি মাটিতে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন
জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়দের
দাবি, বিজিবি ক্যাম্প থেকেই গুলিটি এসেছে। খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা হাসপাতালে গিয়ে
শিশুটির খোঁজখবর নেন।
হাসপাতালের
চিকিৎসকরা জানিয়েছেন, জ্যোতি বর্তমানে শঙ্কামুক্ত। জামালপুরস্থ বর্ডার গার্ড বাংলাদেশ
( বিজিবি) এর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ সাংবাদিকদের জানান, শিশুটি
গুলিবিদ্ধ হয়েই আহত হয়েছে কিনা তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে। তবে শিশুটির চিকিৎসার
যাবতীয় খরচ বিজিবি বহন করবে।
0 মন্তব্য