মো:
রিফাত খান, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়নে জন্ম নিবন্ধন
সনদে ইউপি সচিবের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঐ ইউনিয়নের কৈগাড়ী দোরতা গ্রামের
আব্দুর রহমানের ছেলে মো. আশরাফুল আলম সোমবার (৯ মার্চ) দুপুর ১২ টার দিকে ইউনিয়ন
পরিষদে তার ভাতিজি আখি আনোয়ার মনির জন্ম সনদ গ্রহণ করিতে গেলে জন্ম সনদ বাবদ ২২৫
টাকা টাকা ফি নেয় ইউপি সচিব সাইদুল ইসলাম।
স্থানীয় অনেকেই ইউপি সচিবের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের
ব্যাপারে অভিযোগ করে বলেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ইউপি সচিব সাইদুল ইসলাম
এভাবে জন্ম নিবন্ধন সনদে লাগামহীন ফি আদায় করলেও দেখার কেউ নেই।
এ বিষয় অভিযুক্ত ৮নং কাওয়াকোলা ইউপি সচিব মো. সাইদুল ইসলাম
বলেন, সরকার নিধারিত ফি ছাড়া জন্ম সনদ বাবদ অতিরিক্ত অর্থ নেয়ার কোন সুযোগ নেই।
তবে উদ্দ্যোক্তাদের বেতন না থাকায় সনদ ফি সহ ১০০ টাকা নেয়া হয়।
তাহলে অভিযোগ কি ভিত্তিহীন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার
নিকট থেকে সর্ব মোট ২২৫ টাকা নেয়া হয়েছে। যার মধ্যে ১২৫ টাকা রয়েছে বাড়ির ট্যাক্স।
0 মন্তব্য