শেখ মাজহারুল
ইসলাম সোহান, শিশু বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল:
শুক্রবার
(১৭ এপ্রিল) দুপুরে টাংগাইলের ভুঞাপুরে যমুনা সেতুর ১৪ নম্বার পিলারে কাছে
এসে ১৫ জন যাএী সহ ডুবে যায় নৌকা।
পরদিন
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে উদ্ধার অভিযান নামে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি
ডুবুরি দল।
জানা
যায়, করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায়
পুলিশের চেকপোস্টের কারণে সেতুর উপর দিয়ে যানবাহন পারাপার না হতে পেরে বিকল্প
পন্থায় টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাযোগে নদীর অপর পাড় সিরাজগঞ্জে যাচ্ছিল।
শুক্রবার
(১৭ এপ্রিল) দুপুরে যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে প্রায় ১৫ জন
মানুষ একটি নৌকা নিয়ে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত ঢেউের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ১২ জন সাঁতরিয়ে পাড়ে উঠে আসে। এতে নিখোঁজ হয় তিনজন।
নিখোঁজ
হওয়ার প্রায় ২ দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার (১৯ এপ্রিল) বিকেলে তার লাশ উদ্ধার
করা হয়। নিহত রবিউল ইসলাম (৫) বগুড়ার সোনাতলা এলাকার
ফজলুল হকের ছেলে। এ ঘটনায় নিহত শিশুর মা রত্না বেগম (২৫) এখনও নিখোঁজ রয়েছে। এর আগে এ ঘটনায় শনিবার (১৮ এপ্রিল) দুপুরে
অলিফা (২২) নামের এক গামেন্সকর্মীর লাশ উদ্ধার করা হয়।
0 মন্তব্য