শেখ
মাজহারুল ইসলাম সোহান,শিশুবার্তা প্রতিনিধি,টাংগাইলঃ
লকডাউনের কারণে টাংগাইলে
যৌনপল্লীর যৌনকর্মীদের বর্তমান অবস্থা নাজেহাল।যার
ফলে আয় রোজগার করতে থাকায় সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছে না তারা।সেখানের অসহায় শিশুদের কথা বিবেচনা করে শিশু সন্তানদের
খাবারের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সেক্টর কমান্ডারস্ কেন্দ্রীয় কমিটি।
ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ এর যুগ্ম
মহাসচিব মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেণু ও সহ সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার উল
আলমের যৌথ সহযোগিতায় শনিবার(১২ জুন) টাংগাইল যৌনপল্লীর যৌনকর্মীদের ৬৫ জন শিশুর
প্রত্যেকের জন্য নগদ দুই হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে সংগঠনের
নেতা কর্মীরা।
মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেণু বলেন,"গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর আমরা জানতে পারি যৌনপল্লীর শিশুরা খাদ্য সংকটে ভুগছে,এরপরই আমরা এই শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। মুক্তিযোদ্ধা হিসেবে করোনাকালীন সময়ে এই শিশুদের পাশে থাকাটা মানবিক তাগিদ মনে করেছি।"
ফোরামের যুগ্ম তথ্য ও প্রচার
সম্পাদক মুঈদ হাসান তড়িৎ বলেন,"লকডাউনে যৌনপল্লী বন্ধ থাকায় শিশুদের খাবার বা
জরুরি ঔষুধ ক্রয় করার মত সামর্থ্য অসহায় যৌনকর্মীদের নেই। তাদের মুখে খাবার তুলে দিতেই ফোরামের এ উদ্যোগ।"
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম তথ্য ও প্রচার সম্পাদক মুঈদ হাসান
তড়িৎ,ফোরামের জেলা কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা ইউনুস আলী,দপ্তর সম্পাদক
মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান,নারী মুক্তি সংঘের সাধারণ সম্পাদক হাসি বেগম
প্রমুখ।
নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পেরে খুশি শিশুদের মায়েরা।
0 মন্তব্য