Translate

টাংগাইলে জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সন্তানদের ডিআইজি ঢাকা রেঞ্জের সংবর্ধনাশেখ মাজহারুল ইসলাম সোহান, শিশুবার্তা প্রতিনিধি, টাংগাইলঃ

টাংগাইলে এসএসসি পরিক্ষায় ভালো ফলাফল অর্জণকারী (জিপিএ-৫ প্রাপ্ত) পুলিশ পরিবারের সন্তানদের মাঝে এ সংবধ্বর্না প্রদান করা হয়েছে

গত ২০ জুন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে টাংগাইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন


২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত পুলিশ সদস্য সন্তানদের মাঝে ডিআইজি ঢাকা রেঞ্জ মহোদয়ের পক্ষ হতে ১৮ জন কৃতি শিক্ষার্থীদেরকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়


এসময় মাননীয় ডিআইজি ঢাকা রেঞ্জ মহোদয়ের প্রেরিত অভিনন্দন সনদ (ডিও লেটার) এবং উপহার হিসেবে টাংগাইল পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম একই সাথে জেলা পুলিশ টাঙ্গাইলের পক্ষ হতে পুলিশ সুপার নিজেও উপহার এবং প্রসংশাপত্র প্রদান করেন

এ সময় টাংগাইল জেলা পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য