Translate

কবিতাঃ আমার দেশের রুপ

আমার দেশের রুপ
মোঃ মাহিন সরকার।

কবিতার দেশ ছড়ার দেশ আমার প্রিয় বাংলাদেশ
আমার দেশে আছে রুপের বাহার রুপের নাহি শেষ,

আমার দেশে আছে সৌন্দর্যের হরেক রকম রুপ
আমার দেশের দীঘিগুলোতে দেয় দুষ্টু ছেলে ডুব।

আমার দেশে মাঠে মাঠে সোনার ফসল ফলে
আমার দেশে পরতে পরতে রুপের দেখা মেলে।

আমার দেশের মায়ের মুখের হাসিমাখা মুখ
দেখে যেন নেচে ওঠে সব সুতের বুক।

আমার দেশের রুপ যেন শিল্পির হাতে আঁকা ছবি
আমার দেশের রুপে মুগ্ধ হয়ে কবিতা লেখে কবি।

নামঃমোঃমাহিন সরকার।
শ্রেণিঃএকাদশ
ইকো কলেজ ঠাকুরগাঁও।
জেলাঃঠাকুরগাঁও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ