Translate

PSC-তে আশানুরূপ ফলাফল না হওয়ায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

শেখ  মাজহারুল ইসলাম সোহান,শিশুবার্তা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার(পিএসসি) ফল খারাপ হওয়ায় অন্তরা নামে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার ভূঞাপুর উপজেলার বাহাদীপুর গ্রামে এই ঘটনা ঘটে।  নিহত অন্তরা ওই গ্রামের লিটন মিয়ার মেয়ে এবং বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

এর আগে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তবে ওই শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছে।কিন্তু মাঝে মধ্যেই অন্তরা অসুস্থ  হয়ে  পড়তো বলে হাসপাতালে এসে জানান অন্তরার মা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাশিদুল ইসলাম জানান,  ওই শিক্ষার্থী পরীক্ষায় ফল খারাপ করায় আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ