Translate

সিরাজগঞ্জে শ্যালো নৌকায় ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

সাকলাইন শিহাব, শিশু বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্যালো নোকার ইন্ঞ্জিনের টায়ারের সঙ্গে ওড়না পেচিয়ে নাসিমা খাতুন(১৩)নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

নিহত নাসিমা খাতুন সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দি চরের রজব আলীর মেয়ে এবং বোয়ালকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্রী।


স্থানীয় ইউপি সদস্য মোঃ জেলহজ আলী জানান, এনায়েতপুর ওরশ মেলায় কেনাকাটা শেষে শুক্রবার(২৫ জানুয়ারি-২০১৯)দুপুরের দিকে বেরিবাঁধ নৌকাঘাট থেকে ইঞ্জিন চালিত মাছ ধরা ছোট শ্যালো নৌকায় মামার সঙ্গে বাড়ি ফিরছিলো নাসিমা,ইন্ঞ্জিনের পিছনে বসা নাসিমার গলায় ওড়না ইন্ঞ্জিনের টায়ারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ