Translate

ঈদ এসেছে


মোঃ জাহাঙ্গীর আলম


ঈদ এসেছে  ঈদ এসেছে

ভাসে খুশির বানে,

সবার মনে সুখের দোলা

হাসে সুরের গানে।


ঈদের দিনে সুখের বীণে

বাজে নতুন ছন্দ,

সুরের তানে আপন প্রাণে

থাকে নাতো দ্বন্দ্ব।


ধনী গরিব বিভেদ ভুলে

ঈদের মাঠে ছুটে,

ঈদের দিনে সাম্যের গানে

ফুলের মতো ফুটে।


ঈদের দিনে সবার ঘরে

হরেক খাবার থাকে,

মজার সুরে সবার তরে

আপন স্বজন ডাকে।


নতুন নতুন পোশাক পরে

সুরমা আতর মাখে,

কোলাকুলি করতে সবাই

হাজার স্মৃতি আঁকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ