ঈদ এসেছে
মোঃ জাহাঙ্গীর আলম
ঈদ এসেছে ঈদ এসেছে
ভাসে খুশির বানে,
সবার মনে সুখের দোলা
হাসে সুরের গানে।
ঈদের দিনে সুখের বীণে
বাজে নতুন ছন্দ,
সুরের তানে আপন প্রাণে
থাকে নাতো দ্বন্দ্ব।
ধনী গরিব বিভেদ ভুলে
ঈদের মাঠে ছুটে,
ঈদের দিনে সাম্যের গানে
ফুলের মতো ফুটে।
ঈদের দিনে সবার ঘরে
হরেক খাবার থাকে,
মজার সুরে সবার তরে
আপন স্বজন ডাকে।
নতুন নতুন পোশাক পরে
সুরমা আতর মাখে,
কোলাকুলি করতে সবাই
হাজার স্মৃতি আঁকে।
0 মন্তব্যসমূহ