Translate

শিশু সাহিত্যঃ পাখির ছড়া


পাখির ছড়া
 হুজাইফা হোসাইন
গাইবান্ধা
একটি বনে দুটি পাখি
 উড়তো সারাক্ষণ 
একই সাথে থাকবে তারা
 করলো সুখের পণ।

 একই সাথে খাবার খেতো 
একই সাথে ঘুম
 কভু তাদের আড়ি হলে
 করতো মায়ার চুম। 

হঠাৎ করে সুখের নীড়ে পড়লো দুঃখের বাজ
  সুখগুলো সব কেড়ে নিলো সকাল বেলার সাঁঝ। 
মকা হাওয়া ঘূর্ণিঝড়ে উড়লো তাদের নীড় 
সুখের বাসা ভাঙলো তাদের চুরনো হলো শীর। 
কভু নীড় ভাঙ্গাতে দুঃখ কভু হয়নি বেশি তাদের 
 দুঃখ তাদের মন গহীনে বাচ্চা মরা সাধের।
 সেই থেকে আজ মা পাখিটার কথা বলা বন্ধ 
প্রাণের প্রিয় জোড়ার সাথে হয়না কভু ছন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ