সৈয়দ আবুল হাসনাত জিসান, শিশু বার্তা প্রতিনিধি,মিরসরাইঃ
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৪৮তম আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট এর মিরসরাই থানা ভেন্যুর ফাইনাল খেলা ১০সেপ্টেম্বর(মঙ্গলবার) বিকাল ৩টায় মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় খৈইয়াছড়া উচ্চ বিদ্যালয় ২-১ গোলে নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয় কে হারিয়ে জয় অর্জন করে।

ক্রীড়া শিক্ষক দিদারুল আলম বলেন আসন্ন ১৩ই সেপ্টেম্বর শুক্রবার মিরসরাই থানা জয়ী দল খৈইয়াছড়া উচ্চ বিদ্যালয় বনাম জোরারগঞ্জ থানা জয়ী দল করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হবে।এর পর উপজেলা পর্যায়ের জয়ী দল জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে।
0 মন্তব্যসমূহ