আসছে শরৎ
তামিম হাসান
খুলনা
অনেকটা দিন,
অনেকটা মাস পরে
ফিরে এলে তুমি হে , শরৎ।
তোমার প্রতিক্ষায় শত মানুষ
তুমি এক বিচিত্র ঋতুর ফানুস।
সাদা নীলের আকাশটাতে ভাসছে
দেখছি কিছু মেঘ।
ঐ নির্জন শহরের দেয়ালের
ওপাড়ে
বাগানের মাঝে মাঝে
ফুটছে হাজার কাশফুল।
বুঝেছি তুমি আসছো
তুমি হে,
প্রিয় শরৎ।
0 মন্তব্যসমূহ