শাহরিয়ার
হাসিব, শিশু বার্তা প্রতিনিধি, বগুড়াঃ
বগুড়ার সোনাতলার পৌর
এলাকার চমরগাছা গ্রামের আজ ১৮ সেপ্টেম্বর সকালে পানের দোকানী শাহীনের ১৫ মাস বয়সী
মেয়ে পানিতে ডুবে মারা যায়।
ঘটনার দিন মেয়েটি সকাল
৯টায় খেলতে গিয়ে বাড়ির পাশে খালের পানিতে পরে ডুবে যায়।পরিবারের লোকজন মেয়েটিকে
পানি থেকে তুলে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে
মৃত ঘোষণা করে।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে
এসেছে ।
0 মন্তব্যসমূহ