সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের
সলঙ্গা-হাটিকুমরুল আঞ্চলিক সড়কের চড়িয়া উজির সাত্তপত্তা গ্রামে লেগুনা চাপায়
মারিয়া খাতুন(৩) এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশুটি উক্ত গ্রামের আমিনুল ইসলামের
মেয়ে।গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।।এঘটনায় উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া
গ্রামের ছামাদের ছেলে লেগুনা চালক আলহাজ কে আটক করেছে পুলিশ।
সলঙ্গা থানার
উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান,সকাল সাড়ে ৮টার দিকে শিশু
মারিয়া রাস্তা পার হতে ছিল।এ সময় লেগুনা চাপায় তিনি মারা যায়।স্থানীয় লোকজন চালককে
আটকে রেখে থানায় খবর দিলে তাকে পুলিশ আটক করে।
0 মন্তব্যসমূহ