শিশু বার্তা ডেস্কঃ
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক জানান, ১১ জানুয়ারি গাজীপুরে বিশ্ব ইজতেমা
উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন আগামী ২৫ জানুয়ারি এ কর্মসূচি পালন করবে।
মন্ত্রী আরও জানান, সারা দেশে শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এর আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ১০ লাখ শিশুকে
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
এ তথ্য জানান, আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের
একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল
খাওয়ানো হবে। সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী এবং ২০ হাজার ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রে
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাহিদ মালেক আরো বলেন, বাসস্ট্যান্ড, রেলস্টেশন,
লঞ্চ ঘাট, বিমানবন্দর, ফেরিঘাট, ব্রিজ টোল প্লাজা এবং খেয়া ঘাটগুলোতে ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র
স্থাপন করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব শিশুকে খাওয়ানো নিশ্চিত করতে
এগুলো খোলা থাকবে।
0 মন্তব্যসমূহ