শেখ মাজহারুল
ইসলাম সোহান,শিশু বার্তা প্রতিনিধি,টাংগাইলঃ
দায়িত্ব,নেতৃত্ব,উন্নতি প্রতিপাদ্য কে সামনে নিয়ে সারাদেশ
ব্যাপী শিশু কিশোরের অধিকার আদায় এবং বাস্তবায়নের
লক্ষ্যে বিগত ৯ বছর যাবৎ কাজ করে যাচ্ছে বাংলাদেশ
জাতীয় শিশু সংসদ(বিএনসিপি)।তারই ধারাবাহিকতায় নেতৃত্বের বিকাশ সম্প্রসারণের
লক্ষ্যে গত
৩১/১২/১৯ তারিখ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয় শিশু সংসদ (বিএনসিপি) টাংগাইল প্রদেশের
নির্বাচন।
৩১-১২-২০১৯ তারিখ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন টাংগাইলে
বাংলাদেশ জাতীয় শিশু সংসদ এর টাংগাইলের ৪র্থ প্রাদেশীক শিশু সংসদ
নির্বাচন ও ২য় উপ প্রাদেশীক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ।১৬৯ জন ভোটারের মধ্যে
ভোট প্রান করেন ৯৭ জন।বেলা ৪ টা সময় ভোট গননা শেষে নির্বাচন এর ফলাফল ঘোষণা করে
বাংলাদেশ জাতীয় শিশু সংসদ টাংগাইলের প্রধান নির্বাচন কমিশনার উৎপল কুমার চক্রবর্তী
এবং সহকারী নির্বাচন কমিশনার এস.এম মানিক।এসময় উপস্থিত ছিলেন বিএনসিপি এর চার
বারের সাবেক প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় বিএনসিপির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তারিকুল
ইসলাম মানিক। নির্বাচনে
বাংলাদেশ জাতীয় শিশু সংসদ টাংগাইল এর গভর্নর শেখ মাজহারুল ইসলাম সোহান ।
নির্বাচনে প্রভাষ
দাস মূখ্যমন্ত্রী
পদে এবং ফরিদুজ্জামান
ফরিদ উপমূখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ।
এছাড়া শিশু সংসদে নির্বাচিত সাংসদরা রা হলেন আফিয়া তাসনিম
প্রত্যাশা,শাম্মী আক্তার,মোঃনুরুল ইসলাম,আসিফ আহমেদ,হাফিজুর রহমান, তাসমিয়া,ইন্দ্রনীল
সরকার,লিমা,আরিয়ান,খন্দকার সা'আদ আহম্মেদ, আতিকুর রহমান ও মোঃশাহেদ আহমেদ সিহাব।উপ
সংসদে নির্বাচিত সাংসদরা হলেন সাজেদা আক্তার,তানিয়া আক্তার, জামিল মিয়া,মোছাঃরহিমা
আরকাটি,সুজন মিয়া,আরিফ হোসেন,সানোয়ার খান,মোঃহাবিব মিয়া,মোঃকবির হোসেন,সুজন ঘোষ
এবং সাব্বির হোসেন নয়ন।
0 মন্তব্যসমূহ