ভাইরাস করোনা
আসমা আক্তার শিমু,
সাভার, ঢাকা
চারদিকে
আতঙ্ক ভাইরাস করোনা,
ছোট -বড়ো, ছেলে -বুড়ো কাউকে সে ছাড়েনা।
পৃথিবীটা থমথমে দেশেও লক ডাউন,
সবাই রইবো ঘরে বাইরে যাওয়া বারন।
আমাদের
ঘর আছে ঘরে না হয় থাকবো,
যাদের ঘর নেই তাদের কি বলবো?
খোলা পৃথিবীটাই যার বাড়ি -ঘর সব,
রক্ষা করো
তাদের ওগো আমার রব।
0 মন্তব্যসমূহ