Translate

কবিতা: আমি


আমি
মোঃ আব্দুল্লাহ বিন সিরাজ, রংপুর।


আমিতো মানবতা ,
মহানুভবতা !

আমিতো সভ্যতার শত্রু !
হিরোসীমা নাগাসাকির
নিরীহ মানুষের আর্তনাদ !
আমিতো ফিলিস্তিনের

ভীত সনন্ত্রস্ত - শিশুর করুণ চাহনি
আমিতো নিপীড়িত মায়ের মিনতি
আমিতো নজরুলের বিদ্ররোহী বাণী
আমিতো ধর্ষিতা বোনের সুপ্ত আশা
কিশোরীর হৃদয়ের ভালোবাসা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ