Translate

কবিতা: করোনা


করোনা
মো.মাহিন সরকার,ঠাকুরগা

বিশ্বজুড়ে লাশের মিছিল
বাইরে যাওয়া বারন,
এতো মানুষের প্রাণহানিতে
একটি ভাইরাস-ই কারণ।
বাইরে গেলে মাস্ক পরে নাও
 বাসায় ফিরেই ধও হাত,
তোমার সচেতনতাই পারে
 থামাতে শোকের রাত।
তুমি বাঁচো সেও বাঁচুক
ঘরেই থাকতে হবে,
একবার করোনা দেশে হানলে
 আঘাত মরবে মানুষ সবে।
একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ