Translate

করোনা প্রতিরোধ কার্যক্রমে সাচান সমাজ কল্যাণ সংস্থা
তাজেল আহমদ, শিশু বার্তা প্রতিনিধি,সিলেট:
বর্তমান প্রেক্ষাপট কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস বিশ্বে এক মহামারী রূপ ধারণ করেছেযা এখন আমাদের বাংলাদেশে ও এক মহামারী হয়ে দারিয়েছেএখনও আবিষ্কার হয়নি এর প্রতিষেধক
এ মহামারী থেকে বাঁচতে হলে সবার সবসময় পরিষ্কার থাকতে হবেতাই 07-এপ্রিল সকাল থেকে সিলেট জেলার চারখাই এর সাচান মসজিদ পরিষ্কার করার কাজ শুরু করে সাচান সমাজ কল্যাণ সংস্থা
সাচান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক- সামেল আহমদ চৌধুরী জানান নব গঠিত এই সংস্থাটি তাদের এটিই প্রথম কার্যক্রম৤ তিনি আরও জানান সাচান সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্য ও কমিটি মিলে এক যোগে কাজ করছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ