Translate

টাংগাইল সদরে বজ্রপাতে কিশোর নিহত


শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশু বার্তা প্রতিনিধি,টাংগাইলঃ

টাঙ্গাইল সদর উপজেলার ৮ নং বাঘিল ইউনিয়নে খড় শুকোতে গিয়ে সাথে বজ্রপাতে মো. অনিক (১৫) নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এঘটনা ঘটে

নিহত স্কুল ছাত্র

নিহত স্কুল ছাত্র ওই এলাকার মো. আইয়ুব মিয়ার ছেলে ও ধরেরবাড়ী হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র

এ বিষয়ে, বাঘিল ইউনিয়ন পরিষদের ধরেরবাড়ী এলাকার ইউপি সদস্য মো. আব্দুল হক বলেন, বাড়ি পাশে ধান ক্ষেতে মা বাবার সাথে অনিক তাদের খড় শুকাচ্ছিলেন হঠাৎ আকাশ থেকে একটি বজ্র তার উপর পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে (০৪ জুন) বাদ এশা জানাজা শেষে তার বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তিনি জানায়


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ