মোঃ নাজমুল হাসান সেখঃ
ফুটবল জগতের এক অন্যন্য খোলোয়াড় লিওনেল মেসির
৩৩ তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের আজকের এই দিনে মেসি
আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। চার
ভাই-বোনের মধ্যে তিনিই বাবা মায়ের তৃতীয় সন্তান। বড়
দুই ভাইয়ের নেম রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া সল।
মাত্র ৫ বছর বয়স থেকেই স্থানীয় ক্লাব থেকে ফুটবল
খেলা শুরু করেন। তার বাবা হোর্হেই ছিলেন ফুটবল
জগতের তার প্রথম কোচ।
মাত্র ২২ বছর বছর বয়সেই তার খেলার নৈপুণ্যতা
দেখিয়ে ফিফা বর্ষসেরা খোলায়াড়ের পুরষ্কার অর্জন করেন। তার দুই বছর পর অর্থাৎ ২৪ বছর বয়সেই বার্সোলোনা
ক্লাবের হয়ে সর্বোচ্চ ড়োলদাতায় পরিণত হন। আর
২৪ বছর বয়সেই লা লিগার সর্বকনিষ্ঠ খোলোয়াড় হিসেবে দুইশত গোল করার কৃতিত্ব অর্জন
করেন।
ফুটবল খেলার ইতিহাসের লিওনেল মেসিই একমাত্র
খেলোয়াড় যিনি টানা চারটি ব্যালন পি অর পুরষ্কার অর্জন করেন। এছাড়াও তিনটি ইউরোপিয়ান গোল্ডেন শু পুরষ্কার জিতেছেন
সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।
চলতি বছরে এই খেলোয়াড় লা লিগা ও চ্যাম্পিয়নস লীগে সর্বকালের সর্বোচ্চ খ্যাতি অর্জন করেছেন তিনি। ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে অার্জেন্টিনা দলের কান্ডারি ছিলেন এই মেসি। তাকে ছাড়া আর্জেন্টিনা দল ফুটবল জগতে পাতা ঝড়া বৃক্ষের মতো। এককথায়, আর্জেন্টিনা দল মানেই মেসি।
বিশ্বের মানুষের মধ্যে বিতর্ক থাকলেও প্রায়
মানুষই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় হিসেবে মনে করে থাকেন এবং
বিশ্বাস করেন। অনেক ফুটবল খেলোয়াড় তার খেলার
অনুকরণ করে খেলা শেখে।
মাঠের বাইরের জীবনে তার অর্জিত আয়ের একাংশ গরীব
দু:খী মানুষের জন্য ব্যয় করেন। আর
তাদের সাথে সময় কাটাতে ভালোবাসেন। লিওনেল
মেসির শিশু সন্তান থিয়েগো ও স্ত্রী এন্তনেলাকে নিয়ে সুখী এই ফুটবল জাদুকর।আজকে লিওনেল মেসির জন্মদিনে জানাই জন্মদিনের
শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন মেসি!
0 মন্তব্যসমূহ