Translate

কবিতা: গৃহবন্দী

গৃহবন্দী

প্রিয়াংকা ভদ্র,সিরাজগঞ্জ৤

নিঃস্তব্ধতা আজি হইয়াছে নিত্যদিনের সঙ্গী

তাই সব হইয়াছে গৃহবন্দী

দেখিতে পাই না আর মোর স্মৃতিবিজারিত সেই গোধূলি বেলা

বুঝিলাম চলিতেছে এ এক বিশ্ববাসীর প্রাণ নাশের খেলা

এ মন মানব মন শুধু শান্তি খুঁজিয়া বেড়ায়

বুঝিতে পারি না এ শান্তি পাইব কোথায়

মোর প্রাণতরঙ্গমালা বিচলিত হইয়া যখনি শান্তি খুঁজিতেছে

তখনই নিঃশব্দে বিবেক বলিতেছে শুভ দিন আসিতেছে

প্রভাতে জাগিয়া উঠিয়া যখনই মিলিয়াছি নয়ন

দেখিলাম ফুটিয়া আছে পুষ্প,ভরিয়া আছে মোর কানন

আজি নিশীথে প্রভাতে মোর প্রাণ হইতেছে উতলা

অলক্ষিত চরণের থামিয়া গিয়াছে অবারণ চলা

শুনিতে পাই মোর নাড়ীতে নাড়ীতে চঞ্চলতার প্রতিধ্বনি

তবুও আজি ভীত না হইয়া,হইয়াছি গৃহবন্দী


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ