Translate

কবিতা: টুনটুনি পাখি

 টুনটুনি পাখি

-নিলুফার জাহান, চট্টগ্রাম

গাছের ডালে টুনটুনিটা

ভোরের বেলা গায়

মধুর সুরে ঘুম যে ভাঙে

মনটা ভরে যায়


ঘুমটা ভাঙলে বলে খোকা

টুনটুনি তুই বল

বন্ধু হবি তুই কী আমার

ঘুরবো আকাশ তল!


অবাক হয়ে দেখে খোকা

টুনটুনি খায় দোল

ভালো লাগে সবুজ পাখি

টুনির মধুর বোল


ইচ্ছে জাগে খোকার মনে

ছুটবে বহুদূর

টুনটুনিটা ডাকবে ভোরে

শুনবো মিষ্টি সুর


টুনটুনিটা কেড়ে নিলো

খোকার সরল মন

খাবার দিয়ে ডাকে খোকা

টুনটুনি আয় শোন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ