Translate

নদীর তীব্র স্রোতে নৌকাডুবি: দুই শিশুর মরদেহ উদ্ধার

বার্তা কক্ষ, সিারজগঞ্জ:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে তীব্র স্রোতে নৌকাডুবির ঘটনায় দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও এক যাত্রী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার পাঁচবাংলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (৪) ও তাসলিমা (চার মাস)।
শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা ও চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলার চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাট থেকে নারী ও শিশুসহ ১৫ জন যাত্রী ও কাঁঠাল নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহজাদপুর উপজেলার জড়তা স্কুল ঘাটের দিকে রওনা হয়। জোতপাড়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে যমুনা নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়।
তারা আরও জানান, নারীসহ ১২ যাত্রী তীরে উঠে আসে। তীরে উঠে আসার আগেই এক নারীর সঙ্গে থাকা দুই শিশু পানিতে ডুবে যায়। নিহত দুই শিশু আপন বোন। নৌকায় থাকা যাত্রীরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ