যেভাবে করা যাবে স্কুলেভর্তির আবেদন


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : ১৬/১১/২০২২, ৯:১৪ PM
যেভাবে করা যাবে স্কুলেভর্তির আবেদন

বুধবার (১৬ নভেম্বর)বেলা ১১ টা থেকে শুরু হয়েছে দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন।
আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। তবে ভর্তির জন্য কোনো ফরম বিতরণ করা হবে না।

অনলাইনে আবেদন করতে হলে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে (http://gsa.teletalk.com.bd) প্রবেশ করে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

ভর্তির আবেদন ফিয়ের ১১০ টাকা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে।

অনলাইনে আবেদন যেভাবে ফরম পূরণ করতে হবে :

নির্ধারিত ওয়েবসাইটে (http://gsa.teletalk.com.bd) প্রবেশ করে সরকারি-বেসরকারি স্কুলের ভর্তির অনলাইন আবেদন করা যাবে। পরে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি দেয়া যাবে। অনলাইনে ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত স্কুলে ভর্তির আবেদন অনলাইনে করা যাবে। অনলাইনে আবেদন সাবমিট করলে প্রার্থীরা ইউজার আইডি পাবেন। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বরে মধ্যেমে এসএমএসে ফি দেয়া যাবে। ৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

নির্ধারিত ওয়েবসাইট (http://gsa.teletalk.com.bd) ব্রাউজ করে আবেদনপত্র পূরণ ও সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সব তথ্য পূরণ করবেন। যেসব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের কোটার বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে। তা না হলেও কোটা বিবেচনা করা সম্ভব হবে না। আবেদন পত্রে প্রার্থীদের রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে জেপিইজি ফরমেটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। নির্ভুলভাবে আবেদন সম্পন্ন হলেও ইউজার আইডি ও ছবিসহ অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন। অনলাই আবেদনের প্রিন্ট বা ডাউনলোড কপি ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ফি জমা :

আবেদন সাবমিট করে প্রার্থীদের পাওয়া ইউজার আইডি দিয়ে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে দুইটি এসএমএস পাঠিয়ে আবেদন ফি জমা দিতে হবে। এজন্য প্রথমে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নামসহ একটি পিন নম্বর পাওয়া যাবে। যা দিয়ে দ্বিতীয় এসএমএস করতে হবে। দ্বিতীয় এসএমএস পাঠাতে ম্যাসজে অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। আবেদনের সব অংশ পূরণ করে জমা দিলেও ফি জমা না দেয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না। ইউজার আইডি বা পিন ভুলে গেলে তা এসএমএসের মাধ্যমে পুনরুদ্ধার করা যাবে।