আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ ডিসেম্বর) সকালে শহরের ভিক্টোরিয়া রোড থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ভিক্টোরিয়া রোডে এসে শেষ হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অংশ নেয়।
র্যালী শেষে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্ঠা বিপ্লব দত্ত পল্টন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য সচিব আরফান হোসাইন জনি, সদস্য সজিব কাজী, আতিক ইসলাম সানি ও মেহেদী হাসান প্রমূখ। এছাড়া সকল সদস্য ও ব্লাড ডোনারগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :