স্বপ্ন নিয়ে পথচলা’র উদ্যোগে ছিন্নমূল শিশুদের শীত বস্ত্র বিতরণ
মো: আসাদুজ্জামান নাদিম, সিরাজগঞ্জ:
প্রকাশের সময় : ০১/০১/২০২৩, ১১:২০ PM
সিরাজগঞ্জের নলকা ইউনিয়নের ছিন্নমূল শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে সিরাজগঞ্জের সমাজ সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন ‘সহ স্বপ্ন নিয়ে পথচলা ’। রবিবার ( ১লা জানুয়ারি) সকালে ফেসবুক থেকে সংগৃহীত অর্থে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এই শীতার্ত ছিন্নমূল শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনটি ।
শীত বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন স্বপ্ন নিয়ে পথচলা সংগঠন এর প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, সাইদুল ইসলাম, শেখ নয়ন , মেহেদি , হাসিবুর জান্নাত, ফয়সাল, সাগর সহ স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ ।
স্বপ্ন নিয়ে পথচলা সংগঠন এর প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী বলেন, “ স্বপ্ন নিয়ে পথচলা সংগঠন চায় সবাই যেন এই শীতে ভালোভাবে থাকতে পারেন এজন্য আমরা তাদের মাঝে মান সম্পন্ন গরম কাপড় বিতরণ করছি। শীতে যেন সিরাজগঞ্জের কোনো শিশু কষ্ট না করে”তাই ফেসবুক থেকে টাকা সংগ্রহ করে, শিশু কিশোরদের পাশে দাঁড়িয়েছি। সবাই যদি এই ভাবে এগিয়ে আসে তাহলে আমাদের সিরাজগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুরা শীতে কষ্ট করবে না”।
শীতবস্ত্র পেয়ে শিশুরা অনন্দ প্রকাশ করে জানায়, “এই প্রথম কেউ তাদের নিজেদের পছন্দ মতো শীতের পোষাক কিনে দিয়েছে।
Post Views:
198
আপনার মতামত লিখুন :