সাজেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনী।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সাজেকের রুইলুই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হতদরিদ্র ৮০জন শিক্ষার্থীর মাঝে এই উপকরণ করা হয়।
খাগড়াছড়ি রিজিওনের উদ্যোগে ও বাঘাইহাট সেনাজোনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ ।
প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ বলেন, শিক্ষা ছাড়া মানুষ চলতে পারে না, শিক্ষাহীন মানুষ নামেই দৃষ্টিহীন। কারণ তিনি কিছু পড়তে পারেননা। তাই আগে শিক্ষা ক্ষেত্রে বেশি মনোযোগী হতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষক, অভিভাবক এ উদ্দেশ্য তিনি বলেন সন্তানদের শিক্ষিত করতে হলে আপনাদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। আপনারা চাইলে তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবেন।
তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানে কাজ করে থাকে।
তিনি আরো বলেন, এই দূর্গম অঞ্চলে যেন স্বল্প আয়ের মানুষের সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং শিক্ষা থেকে ঝড়ে না পড়ে, পাশাপাশি সম্প্রীতি বজায় থাকে সে জন্যই এমন মানবিক সহায়তার করা হচ্ছে। আগামীতেও এই ধার অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, রুইলুই মৌজা হেডম্যান লাল থাং লুসাই, রুইলুই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসায়ন চাকমা,অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।
শিক্ষা উপকরণের মধ্যে ছিল, স্কুলবেগ, খাতা ও কলম।
আপনার মতামত লিখুন :