বান্দরবানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৩/০২/২০২৩, ৫:৩৩ PM
বান্দরবানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

বান্দরবানে ট্রাকের ধাক্কায় আমেনা বেগম ও তার ৫ বছর বয়সী শিশু কন্যা আয়েশা নিহত হয়েছে।

গতকাল রোববার বিকালে কাজ শেষ করে বাড়ী ফেরার পথে কালাঘাটা বড়ূয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় রান্নার কাজ করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার এতিম খানা ও বিভিন্ন বাসা বাড়ীতে রান্নার কাজ করতেন আলীকদমের বাসিন্দা আমেনা বেগম। পাঁচ বছরের শিশু সন্তানকে নিয়ে বান্দরবান শহরের কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় একটি  ভাড়া বাসায় থাকতেন। রোববার বিকালে মাদ্রাসায় রান্নার কাজ শেষ করে বাড়ী ফেরার সময় কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় টমটম থেকে নামার পর পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে মা মেয়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ বছরের শিশু আয়েশা মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা আমেনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা।

এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মঞ্জুরুল আলম বলেন, ট্রাকের ধাক্কায় মাথায় ও শরীরে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।  ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। গাড়ীর চালক পলাতক রয়েছে। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থ নেয়া হবে।