পটুয়াখালীতে শিশু কিশোর ও তরুণদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ২৫/০২/২০২৩, ১০:৫৬ PM
পটুয়াখালীতে শিশু কিশোর ও তরুণদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ এর অগ্রযাত্রায় পটুয়াখালীতে শিশু কিশোর ও তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও করণীয় শীর্ষক সম্মিলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্লেজার পয়েন্ট কনভেনশন সেন্টারে  স্থানীয় যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম, জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), জাতীয় যুব সংগঠন ইয়েস বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বরএতে যৌথ ভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এনসিটিএফ সভাপতি রুবাইয়াত হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পত্নী আয়েশা হুমায়রা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র নাহিদা আক্তার পারুল, এনসিটিএফ সাবেক সভাপতি একেএম ইমরান সালেহীন ও সাধারণ সম্পাদক মোসা: নাফিউন নিহার অনিসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কমকর্তা বদরুল আমিন খান শামিম।

এসময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক শামিম আল মামুন, পটুয়াখালী ইয়ুথ ফোরামের পরিচালক মেহেদী হাসান রিফাত ও মেহেরুন সুলতানা।

গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিসের সহযোগিতায় উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে বিশেষ সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামিলীগের সহসভাপতি, সাবেক সদর উপজেলা ও পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা। স্মার্ট বাংলাদেশ ও আমাদের করণীয় শীর্ষক তথ্য উপাত্ত উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা হাওলাদার। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম।

বিকেলে গণমাধ্যম ও সুশাসন সেশনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সিএসবি নিউজ ইউএসএ বাংলাদেশ প্রতিনিধি সাইফুর রহমান।

এবারের সম্মিলনে মহান মুক্তিযুদ্ধ স্বদেশপ্রেম, বাঙালী সংস্কৃতি ,টেকসই উন্নয়ন ,গণতন্ত্র ,সুশাসন,মানবাধিকার,অর্থনৈতিক সম্ভাবনা,তথ্য ও প্রযুক্তি,জলবায়ু পরিবর্তন,দুর্যোগ মোকাবিলা,তথ্য অধিকার,দুর্নীতি প্রতিরোধ,শিশু ও নারীর; অধিকার ও সুরক্ষা, প্রজনন স্বাস্থ্যসেবা,টেকসই কৃষি ও প্রাণী সম্পদ; পুষ্টি,সাইবার নিরাপত্তা,যোগাযোগ,অংশীদারিত্ব,গণমাধ্যম,দক্ষ তারুণ্য বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।