ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গেঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রায়গঞ্জের ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে শুক্রবার সকালে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী শিশুদের জন্ম নিবন্ধন মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
এসময় ধামাইনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রাইসুল ইসলাম সুমন, ইউনিয় পরিষদ সচিব রোজিন পলাশ, শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদরুদজোহা সহ স্থানীয় গণ্যমাণ্য বাক্তিরা অংশগ্রহন করেন।
এসময় ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল ইসলাম সুমন বলেন, অসচেতন পরিবারের মানুষদের জন্ম নিবন্ধন বিষয়ে সচেতন করে গড়ে তুলতে জাতির পিতার জন্মদিনে এই ব্যতিক্রমি আয়োজন করা হয়েছ।
এছাড়াও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী মুখোরিত ছিল এই ব্যতিক্রমী আয়োজন।
আপনার মতামত লিখুন :