যশোরের ঝিকরগাছা উপজেলায় পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার দুপুরে বড় পোদাউলিয়া গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জাহান আলী।
নিহত আট বছর বয়সী মিথিলা আক্তার একই উপজেলার নন্দীর ডুমুরিয়া গ্রামের আক্তারুল কবিরের মেয়ে।
পারিবারের বরাতে ইউপি চেয়ারম্যান সন্তোষ চ্যাটার্জী বলেন, আজ সকালে মিথিলা তার বাবা-মার সঙ্গে খালু সামছুর রহমান গাজির বাড়িতে বেড়াতে যায়।
“দুপুর ২টার দিকে স্থানীয় জাহান আলীর পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় মিথিলা।”
অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মিথিলাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জোহরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক শ্যামল কুমার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মিথিলার মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :