মাদারীপুরে সাপ কেড়ে নিলো শিশুর প্রাণ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় : ১১/০৪/২০২৩, ১০:০৮ PM
মাদারীপুরে সাপ কেড়ে নিলো শিশুর প্রাণ

মাদারীপুরে সাপের ছোবলে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশু রাফিয়া খান শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া এলাকার রাকিব খানের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায় , সোমবার রাত ৮টার দিকে রাফিয়া ঘরের সামনের সিঁড়িতে গিয়ে পা ঝুলিয়ে বসে ছিল। এ সময় একটি বিষধর সাপ শিশুটিকে ছোবল (কামড়) দেয়। এতে চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে গিয়ে রাফিয়ার পায়ে কামড়ের চিহ্ন দেখতে পায়। এর পরেই সিঁড়ির নিচে একটি বিষধর সাপও দেখতে পায় স্থানীয়রা।

মুহুর্তেই শিশুটি বমি শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রাফিয়ার। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।