টাঙ্গাইলের ভূঞাপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


টাঙ্গাইল সংবাদদাতা প্রকাশের সময় : ২৪/০৪/২০২৩, ৯:৩৩ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে ফাতেমা(৭) শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৩ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী জহুরুল ইসলাম রানা জানান, শিশু ফাতেমা ও তার অপর এক শিশু মিলে বাড়ির পাশের ব্রীজের পাশের একটি পুকুর পাড়ে খেলতে ছিল। পরিবার নজর এড়িয়ে পানিতে ডুবে যায়।

স্বজনরা পুকুর পাড়ে এসে দেখেন তার সাথে শিশুটি কান্না করছে এবং ফাতেমার শিশু পানিতে ভেসে ওঠেছে। পরে তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। তবে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।