সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের জেলার মোট ৭৯টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী ৫৩ হাজার ২২২জন।
রোববার(৩০ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারি।
প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এসে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন সরকারি নিদের্শনায় প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ও এর আশপাশের এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে।এসময় শিক্ষা সংশ্লিষ্ট অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :