ক্ষুদে বিজ্ঞানীদের কেউ তৈরি করেছে ‘অটোমেটিক ফায়ার ফাইটিং রোবোট, কেউ বানিয়েছে এন্টি স্লিপ এলার্মের নানান সব উদ্ভাবনি প্রযুক্তি। মেধা ও মনন কাজে লাগিয়ে উদ্ভাবিত বিজ্ঞানের নানা প্রজেক্ট নিয়ে মেলায় এসেছে টাংগাইলের ক্ষুদে বিজ্ঞানীরা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রোববার (৪ জুন) সকালে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ৪৪ তম বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্ভোদন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
সেমিনারে ইন্টারনেট আসক্তির ক্ষতিকর দিক নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবিব তারেক। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২ দিন ব্যাপি এই মেলায় জেলার বিভিন্ন উপজেলার স্কুল ও কলেজ সহ ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর প্রায় শতাধিক বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন করে। মেলায় অংশনেয়া প্রকল্পগুলোর মধ্যে ইকো ফ্রেন্ডলি স্মার্ট সিটি, সমুদ্রের পানি থেকে লবণ ও বিশুদ্ধ পানি পৃথকীকরণ এবং স্মার্ট সিকিউরিটি সিস্টেম অন্যতম।
সারাদিন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পদচারণায় মুখোরিত হচ্ছে এবারের বিজ্ঞান মেলা। এই মেলা থেকে টাংগাইলের ক্ষুদে শিক্ষার্থীরা প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে আরও উৎসাহিত হবে বলে প্রত্যাশা সবার।
আপনার মতামত লিখুন :