যেভাবে শুরু হলো বাবা দিবস


ফাইরুজ আনিকা পুষ্পিতা প্রকাশের সময় : ১৮/০৬/২০২৩, ৪:৩০ PM
যেভাবে শুরু হলো বাবা দিবস

বাবা’ শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে – ত্যাগ, মূল্যবোধ, অক্লান্ত পরিশ্রম, নিজের কষ্ট চেপে রেখে সন্তানদের আগলে রাখা-একাধিক মহত্ত্বগুলো। সন্তানের জন্ম থেকে বেড়ে ওঠার প্রতি পদে বিশাল বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখেন যে মানুষটি, তিনিই বাবা।

শুধু সন্তানের যাবতীয় প্রয়োজন মেটানোই নয়, তাঁকে সমাজ-সংসারের উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্বও ঘাড়ে তুলে নেন বাবা। সন্তানের জীবনে বাবাদের এই অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর পালিত হয় বাবা দিবস।

জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় বাবা দিবস। সেই হিসেবে এ বছরের ১৮ জুন দিবসটি বিশ্বব্যাপি পালিত হচ্ছে। কিন্তু, অনেকেই জানি না এ দিনটি পালনের সূচনা এবং এর ইতিহাস?

এখন বলছি বাবা দিবসের ইতিহাস। সেন্ট জোশেফ’স ডে-তে ফাদার্স ডে পালন করা হয়। এর পিছনে রয়েছে ১৯৮২ সালের আরকানসাসের সেবাশ্চিয়ান কাউন্টির একটি ঘটনা। সোনোরা স্মার্ট ডড নামে এক কিশোরী ছিল। তার যখন ১৬ বছর বয়স, সেই সময় তার মা মারা যান। মাতৃহারা হয়ে পড়েন সোনোরা ও তার পাঁচ ভাই। তাদের বড় করে তোলেন বাবা উইলিয়াম স্মার্ট। যিনি ছিলেন গৃহযুদ্ধের সৈনিক।

তার বাবার এই অবদানকে স্মরণীয় করে রাখতে দিনটিকে আলাদাভাবে পালন করা শুরু করে ডড। ৫ জুন বাবার জন্মদিনকে এজন্য বেছে নেয় সে। যদিও পরে সেই তারিখ পিছিয়ে হয় জুনের তৃতীয় রবিবার। এই দিনেই পালিত হয় পিতৃদবস। এরপর বিশ্বের ১১১টি দেশে দিনটি পালিত হয়। যদিও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশে সেপ্টেম্বরের প্রথম রবিবার ফাদার্স ডে বা বাবা দিবস পালিত হয়ে আসছে।