গাইবান্ধায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু


গাইবান্ধা সংবাদদাতা: প্রকাশের সময় : ২৭/০৭/২০২৩, ৭:৫৮ PM
গাইবান্ধায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা শিশুরা হলেন ওই গ্রামের আনছার আলীর ছেলে মিজানুর রহমান ও আজাদুল ইসলামের মেয়ে জান্নাতী আক্তার। তাদের দুজনেরই বয়স চার বছর। তারা সম্পর্কে মামা-ভাগনি।

বাদিখালি ইউনিয়ন পষিদের (ইউপি) সদস্য
শফিকুল ইসলাম সবুজ এই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলা করছিল। এরই মধ্যে সবার অজান্তে তারা নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

গাইবান্ধা/ডিএমএস