টাঙ্গাইল পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ে নজরুল উৎসব অনুষ্ঠিত


টাঙ্গাইল সংবাদদাতা: প্রকাশের সময় : ০১/০৮/২০২৩, ৯:৪৭ PM
টাঙ্গাইল পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ে নজরুল উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলের পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ে নজরুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

১ আগষ্ট(মঙ্গলবার) সকালে পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে নজরুল উৎসব ও কৃতী শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল ও সভাপতি পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল।

উক্ত অনুষ্ঠানে পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহনে কবিতা আবৃতি, নৃত্য, নজরুল সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপস্থিত পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য নজরুল উৎসব সম্পর্কে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মহোদয় ।

এ সময় মোঃ আবদুললাহ্ আল্ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল, আরআই পুলিশ লাইন্স, টাঙ্গাইল, পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অভিভাবকগণ সহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।