বগুড়ার শেরপুর উপজেলায় আট বছরের ছেলেশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. সুজন (৩৪)। তিনি স্থানীয় একটি ধানের চাতালের শ্রমিক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, টিভি দেখার কথা বলে গতকাল বেলা একটার দিকে মো. সুজন প্রতিবেশী আট বছরের ছেলেশিশুকে তাঁর ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেন সুজন। শিশুটি দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়।
এ ঘটনায় গতকাল শিশুটির বাবা শেরপুর থানায় সুজনের নামে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে গতকালই রাত ৯টায় পুলিশ সুজনকে গ্রেপ্তার করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবককে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :