টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা


টাঙ্গাইল প্রতিবেদক প্রকাশের সময় : ২৩/০১/২০২৪, ৭:০২ PM
টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে নাইম তালুকদার (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

রবিবার(২১ জানুয়ারী) দিবাগত রাতে সখীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নাইম ঐ এলাকার প্রবাসী আব্দুল গফুর তালুকদারের বড় ছেলে এবং সখীপুর সূর্যতরুন আবাসিক শিক্ষাঙ্গনের নবম শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যান তিনি।
ভোররাতে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানের সাথে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।

সখীপুর থানার এসআই মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।