হবিগঞ্জের বানিয়াচং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা বাজারের পশ্চিমে বড় ব্রীজের নিচে একটি ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পরিচয় বিহীন এ শিশুর লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয় কৃষক আলী মিয়া তার জমিতে কাজ করতে গেলে পাশের ডোবায় একটি শিশুর লাশ ভাসতে দেখেন। পরে তিনি অন্যাদের বিষয়টি জানালে লাশটি দেখতে ভীড় করেন গ্রামবাসী। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি(তদন্ত) আবু হানিফসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় শনাক্ত হয়নি বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ওসি(তদন্ত) আবু হানিফ জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে। লাশটি ময়ণা তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :